ভর্তি পরীক্ষা

জাবিতে যানজট এড়াতে প্রতি ঘণ্টায় বাস সার্ভিস

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১২:৪৫ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৫

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে৷ ঢাকা-আরিচা মহাসড়কে যানজট এড়াত প্রতি ঘণ্টায় ঢাকার আসাদগেট থেকে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল গেইট পর্যন্ত এ সেবা দেওয়া হচ্ছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম ও পরিবহন অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. আওলাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন৷

জানা যায়, সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে বাস সার্ভিস শুরু হয়েছে। ভর্তি পরীক্ষার শেষ পর্যন্ত এ সেবা চলবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিআরটিসি কর্তৃপক্ষের সঙ্গে করে এ সার্ভিসের ব্যবস্থা করেছে।

jagonews24

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন সাভার সেনানিবাসের মিলিটারি পুলিশ, ঢাকা জেলা পুলিশ ও সাভার উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ভোর থেকে ট্র্যাফিক ব্যবস্থাপনার কাজ করে যাচ্ছে। যেখানে মোটরসাইকেল অ্যালাউ করা হচ্ছে না এবং গাড়িসমূহ বিশ্ববিদ্যালয়ের ভেতরে নির্দিষ্ট স্থানে পার্কিং করা হচ্ছে। আমাদের এই কার্যক্রম পরীক্ষার শেষদিন পর্যন্ত চলমান থাকবে।’

বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. আওলাদ হোসেন বলেন, ভর্তিচ্ছু ও অভিভাবকদের ভোগান্তি কমাতে প্রতি ঘণ্টায় ঢাকার আসাদ গেইট থেকে বিশমাইল পর্যন্ত একটি দ্বিতলা বাস চালু করার সিদ্ধান্ত হয়েছে। এই বিশেষ সার্ভিস ভর্তি পরীক্ষা শেষ হওয়ার আগে পর্যন্ত চলবে।

সৈকত ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।