জাবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইকবাল সম্পাদক নাজিরুল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন রসায়ন বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী ইকবাল হোসেন। সাধারণ সম্পাদক হয়েছেন প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী নাজিরুল ইসলাম।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি আরিফুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আহমেদ, দপ্তর সম্পাদক আবু নোমান মোহাম্মদ হুসনী মোবারক, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম আফজাল, অর্থ সম্পাদক সাজেদুল ইসলাম, মিডিয়া সম্পাদক সানজিদ চৌধুরী।

কার্যকরী সদস্যরা হলেন নূর ইসলাম কার্যকরী, আসিফ ইমরান কার্যকরী, তানিয়া আহমেদ ও তানভীর হোসেন সৌরভ।

নতুন কমিটির সভাপতি ইকবাল হোসেন বলেন, ‘যারা বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন তাদের সবাইকে নিয়ে কাজ করতে চাই। দল-মত নির্বিশেষে সবার সমন্বয়ে কাজ করে দেশকে এগিয়ে নিতে চাই।’

সৈকত ইসলাম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।