জাবিতে ক্যাম্পাস পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষা চলাকালে ক্যাম্পাস পরিষ্কার রাখার কর্মসূচি শুরু হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘ক্যাম্পাস ক্লিনিং প্রজেক্ট’।
‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ টিমের উদ্যোগে ১০ দিনব্যাপী এই পরিষ্কার কার্যক্রম চলবে। সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে ১৯ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষার শেষ দিন পর্যন্ত।
এদিকে ক্যাম্পাসে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সংগঠন, জেলা সমিতি এবং তথ্য সহায়তা কেন্দ্রে ময়লা-আবর্জনা ফেলার জন্য সচেতনতামূলক লিফলেট এবং ডাস্ট কিপার ঝুড়ি বিতরণ করেন সংগঠনটির কর্মীরা।
সংগঠনটির ঢাকা জেলা শাখার সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ৫০ ব্যাচের শিক্ষার্থী জিয়াউদ্দিন আয়ান বলেন, জাবিতে প্রতি বছর ভর্তি পরীক্ষা চলাকালে শিক্ষার্থীরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করেন। নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলতে এবং পরিষ্কার ক্যাম্পাস গড়তেই আমরা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ডাস্টবিন স্থাপন, ডাস্ট কিপার ঝুড়ি ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করছি।
সৈকত ইসলাম/জেডএইচ/এএসএম