শেকৃবি ছাত্রদল নেতা সামাদকে কারণ দর্শানোর নোটিশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:১৬ পিএম, ১১ এপ্রিল ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শুক্রবার (১১ এপ্রিল) কারণ দর্শানোর নোটিশ জারি করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।

ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক নোটিশে, সংগঠনের সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তিতে মো. আব্দুস সামাদের বিরুদ্ধে কেন শৃঙ্খলাভঙ্গজনিত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ১৩ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে ব্যাখ্যা দেওয়ার জন্য কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শেকৃবি ছাত্রদল নেতা সামাদকে কারণ দর্শানোর নোটিশ

এ বিষয়ে অভিযুক্ত নেতা আব্দুস সামাদ বলেন, আমি এখনও অফিসিয়ালি কোন নোটিশ পাইনি। তবে বিভিন্ন গ্রুপের মাধ্যমে শোকজের বিষয়টি জানতে পেরেছি। কেন্দ্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

সাইদ আহম্মদ/এএমএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।