বেরোবির নতুন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জাহিদ হোসেন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বেরোবি
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ২৮ এপ্রিল ২০২৫

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. জাহিদ হোসেন।

রোববার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়।

এরআগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিউল ইসলাম জীবন পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের পরিচালক পদ থেকে পদত্যাগ করেন। তার বিরুদ্ধে রেজাল্ট টেম্পারিং ও যৌন হয়রানির অভিযোগ রয়েছে। এ নিয়ে তদন্ত চলমান।

ফারহান সাদিক সাজু/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।