পরীক্ষায় অসদুপায় অবলম্বন: শাস্তি পেলেন সাত কলেজের ১১ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৪ পিএম, ৩০ এপ্রিল ২০২৫
ফাইল ছবি

বিভিন্ন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে রাজধানীর সরকারি সাতটি কলেজের ১১ শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে। গত ২৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এতে দেখা গেছে, মাস্টার্স (স্নাতকোত্তর), অনার্স (সম্মান) এবং বিবিএসহ বিভিন্ন বর্ষের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এসব শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে শাস্তির মেয়াদ বিভিন্ন রকম। কারও কারও ক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণ বাতিল করা হয়েছে, আবার কেউ কেউ পরবর্তী এক থেকে তিনটি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ হারিয়েছেন।

অন্যদিকে, একই অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাদানকল্পে পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একাধিক শিক্ষার্থীকে বিভিন্ন সেমিস্টারের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে শাস্তির আওতায় আনা হয়েছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, উপাদানকল্প কলেজগুলোর মধ্যে এম এস গার্হস্থ্য অর্থনীতি পরীক্ষা-২০২২ এর এক শিক্ষার্থী এবং বিএসসি (সম্মান) দ্বিতীয় বর্ষ গার্হস্থ্য অর্থনীতি পরীক্ষা ২০২৩ এর এক শিক্ষার্থী অসদুপায় অবলম্বনের দায়ে শাস্তি পেয়েছেন। তবে, বিজ্ঞপ্তিতে এই দুই শিক্ষার্থীর নাম ও অন্যান্য পরিচয় উল্লেখ করা হয়নি।

তবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শাস্তিপ্রাপ্ত কোনো শিক্ষার্থী যদি তাদের অপরাধের জন্য অনুতপ্ত হয়ে প্রক্টর অফিসের মাধ্যমে উপাচার্যের কাছে ক্ষমা চেয়ে শাস্তি হ্রাসের আবেদন করেন, তবে উপাচার্য বিশেষ বিবেচনায় তাদের শাস্তি এক বছর পর্যন্ত কমাতে পারেন।

এনএস/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।