জগন্নাথের আন্দোলনে যোগ দেবে ইনকিলাব মঞ্চ

তিন দফা দাবি আদায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান কর্মসূচিতে যোগদানের ঘোষণা দিয়েছে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতার অনুপ্রাণিত সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চ।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে আন্দোলনে যোগ দেবে ইনকিলাব মঞ্চ। দুপুরে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদী।
তিনি বলেন, আজ বিকেল ৫টায় জগন্নাথের ন্যায্য দাবির পক্ষে একাত্মতা পোষণ করতে আন্দোলনে যোগ দেবে ইনকিলাব মঞ্চ।
- আরও পড়ুন
আন্দোলনে যোগ দিয়েছেন জবির সাবেক শিক্ষার্থীরা
বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনে অনড় জবি শিক্ষার্থীরা
ক্যাম্পাসের বাসভর্তি করে কাকরাইল মোড়ে আসছেন জবি শিক্ষার্থীরা
আন্দোলনকারীদের তিন দফা দাবি হলো
১. আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে।
২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাট না করেই অনুমোদন করতে হবে।
৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।
আরএএস/এমএএইচ/জেআইএম