জগন্নাথের আন্দোলনে যোগ দেবে ইনকিলাব মঞ্চ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ১৫ মে ২০২৫
কাকরাইল মসজিদ মোড়ে অবস্থানরত জবি শিক্ষার্থীরা

তিন দফা দাবি আদায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান কর্মসূচিতে যোগদানের ঘোষণা দিয়েছে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতার অনুপ্রাণিত সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চ।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে আন্দোলনে যোগ দেবে ইনকিলাব মঞ্চ। দুপুরে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদী।

তিনি বলেন, আজ বিকেল ৫টায় জগন্নাথের ন্যায্য দাবির পক্ষে একাত্মতা পোষণ করতে আন্দোলনে যোগ দেবে ইনকিলাব মঞ্চ।

আন্দোলনকারীদের তিন দফা দাবি হলো
১. আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে।

২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাট না করেই অনুমোদন করতে হবে।

৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।

আরএএস/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।