শাবিপ্রবিতে ক্লাস করতে আসা ছাত্রলীগ কর্মীকে পুলিশে সোপর্দ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ০১ জুলাই ২০২৫

ক্লাস করতে এসে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের কাছে আটক হওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আটক হওয়া ছাত্রলীগ কর্মী হলেন রাকায়েত হোসেন নাবিল। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমান অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টায় তাকে ক্যাম্পাস থেকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসেন শিক্ষার্থীরা। পরে বিকেল ৪টায় তাকে পুলিশে সোপার্দ করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরের দিকে ক্লাস থেকে বের হয়ে নতুন সামাজিক বিজ্ঞান ভবনের নিচে আসেন নাবিল। এসময় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা তাকে ধরে প্রক্টর কার্যালয়ে নিয়ে যান। সেখানে বিকেল ৩টা পর্যন্ত জিজ্ঞাসাবাদের পর ৪টার দিকে পুলিশে সোপর্দ করা হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, আটক ছাত্রলীগ কর্মী জুলাই আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ছিলেন। সম্প্রতি তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সংগঠিত হওয়ার চেষ্টা করছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমান বলেন, ‌‘তার বিরুদ্ধে কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেছে। সার্বিক দিক বিবেচনা করে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

এ বিষয়ে সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন মিত্র জাগো নিউজকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে খবর পেয়ে আমরা ওই শিক্ষার্থীকে আটক করি। তার বিরুদ্ধে মামলা ও হামলার বিষয়ে কোনো অভিযোগ আছে কি-না আমরা তদন্ত করে দেখবো। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।