বাকৃবি ছাত্রশিবিরের নতুন সভাপতি ত্বোহা, সেক্রেটারি মঈন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বাকৃবি
প্রকাশিত: ০৬:০২ এএম, ০৮ জুলাই ২০২৫
আবু নাসের ত্বোহা ও আব্দুল আল মঈন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক আবু নাসের ত্বোহা। এছাড়া সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল আল মঈন।

সোমবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সদস্য সমাবেশে সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়। পরে সদস্যদের পরামর্শক্রমে সেক্রেটারি মনোনীত করা হয়। ২০২৫ সেশনের বাকি সময়ের জন্য নতুন এই নেতৃত্ব ঘোষণা করা হয়েছে।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য সাবেক শাখা সভাপতি ফখরুল ইসলামসহ কমিটির নেতারা।

আসিফ ইকবাল/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।