চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে দোয়া মাহফিল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সাবেক শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে জুলাই-আগস্টের শহীদদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার ( ১৮ জুলাই) আসরের নামাজের পর চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড়ের জমিয়তুল ফালাহ মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির আহবায়ক মো. আসলাম চৌধুরীর সভাপতিত্বে ও অ্যাড. ইফতেখার হোসেন চৌধুরী মহসিনের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ একরামুল করিম, এম এ হালিম, কামরুল হাসান হারুন, এম ডি ফখরুল ইসলাম, গোলাম ফারুক, সোহরাব হোসেন সোহেল, সেলিম উদ্দীন, হাফিজ আল আসাদ, গিয়াসউদ্দিন, কামরুল মেহেদী, আমজাদ চৌধুরী, ড. মোজাফফর আহমদ, অধ্যাপক আজম খান, মোরশেদুল আলম, কাজী আতিকউল্ল্যাহ, অ্যাড. মাঈনুদ্দীন, অ্যাড. আবু সাঈদ, সাইফুর রহমান শপথ, অ্যাড. রেজোয়ান নূর সিদ্দিকী, খোরশেদ আলম কুতুবী, মামুনুর রশীদ, শাহেদুল ইসলাম, অধ্যাপক জাহাঙ্গীর আলম, কাজী সাইফুল ইসলাম টুটুল, খালেদ হোসেন, খোরশেদ আলী, ইফতেখার মাহমুদ, মেহেদী হাসান, আব্দুল্লাহ আল রায়হান, ফজলুল খসরু, ফজলুল কাদের রিপন, মশিউর রহমান, অ্যাড. সাইফুল ইসলাম, মোহাম্মদ হাসান, মীর সোহাগ, মামুনুর রশীদ, নকিব হোসেন, মোহাম্মদ আদিল, মোহাম্মদ সায়েম প্রমুখ।
অ্যাডহক কমিটির আহ্বায়ক আসলাম চৌধুরী তার বক্তব্যে জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনার পাশাপাশি জুলাই বিপ্লবের দর্শনকে ধারণ করে দেশ গঠনে আত্ননিয়োগের জন্য সবাইকে আহ্বান জানান।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।
এএমএ/জিকেএস