জুলাই শহীদদের স্মরণে জবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে বিভিন্ন গাছের চারা রোপণ করেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন।
এ বিষয়ে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন, ‘এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধু পরিবেশগত উদ্যোগ নয়, এটি শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা ও দায়বদ্ধতার প্রতীক। যারা দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জীবন দিয়েছেন, তাদের স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। ছাত্রদল সেই ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে সবসময় আন্দোলন ও সংগ্রামে সচেতন এবং সক্রিয় থাকবে।’
শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ‘শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। আমরা তাদের ত্যাগকে চেতনায় ধারণ করি এবং এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চাই।’
শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল এ দেশের স্বাধীনতাকামী ছাত্রসমাজের এক সাহসী গৌরবগাথা। সেই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এ কর্মসূচি পালন করেছি।’
টিএইচকিউ/জেএইচ/জেআইএম