জাবির নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১০:০০ এএম, ০২ আগস্ট ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. আরিফুল ইসলাম (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত আরিফুল ইসলামের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলায়।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে সাড়ে ৪টার দিকে তার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। রাত ১০টার দিকে বিষয়টি জানাজানি হয়।

এর আগে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন লাইব্রেরি ভবনের লেকচার থিয়েটারের চতুর্থ তলা থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। এসময় তাকে দ্রুত বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক নিংতম বিষয়টি নিশ্চিত করেছেন।

জাবির নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

তিনি বলেন, ‘বেলা ১১টার দিকে কয়েকজন শ্রমিক আরিফুলকে নিয়ে মেডিকেলে আসেন। তারা জানান, তিনি ওপর থেকে পড়ে গেছেন। তার মুখে আঘাত ছিল ও দাঁত পড়ে গিয়েছিল। অবস্থা গুরুতর দেখে আমি তাকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে দ্রুত এনাম মেডিকেলে পাঠিয়ে দিই।

নির্মাণাধীন ভবনটির নির্মাণকাজ বাস্তবায়নে আছে অনিক ট্রেডিং কর্পোরেশন। এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান প্রকৌশলী মোমিনুল করিম বলেন, ‘আমি বর্তমানে ঢাকায় রয়েছি। আমাদের নির্মাণকাজ বর্তমানে বন্ধ আছে। তবে কিছু শ্রমিক সেখানে অবস্থান করছিলেন। আমাকে ফোন করে জানানো হয়, একজন শ্রমিক পড়ে গিয়ে মারা গেছেন। এর বাইরে আমি বিস্তারিত কিছু জানি না।’

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এত বড় ঘটনা ঘটেছে অথচ আমাকে কেউ জানায়নি। সকালে যেটা ঘটেছে, সেটা আমি রাতে জানতে পারলাম। শনিবার সকাল ১০টায় জরুরি প্রশাসনিক মিটিং ডেকেছি। আমি চাই শুধু ক্ষতিপূরণ নয়, এই ঘটনায় যেন দোষীদের যথাযথ শাস্তি হয়।’

সৈকত ইসলাম/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।