জগন্নাথ হলের ভিপি নির্বাচিত হলেন ছাত্রদলের পল্লব

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাবি
প্রকাশিত: ০৮:২৭ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫
জগন্নাথ হল সংসদের ভিপি পল্লব চন্দ্র বর্মণ/ ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে জগন্নাথ হলের ভিপি নির্বাচিত হয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী পল্লব চন্দ্র বর্মণ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনিস্টিউটের শিক্ষার্থী।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনের ঘোষিত চূড়ান্ত ফলাফলে জগন্নাথ হলের ভিপি নির্বাচিত হন তিনি।

এছাড়া জগন্নাথ হলে সাধারণ সম্পাদক (জিএস) পদে রোবটিক্সের সুদীপ্ত প্রমাণিক ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে সমাজবিজ্ঞানের দ্বীপজয় সরকার দীপ্ত নির্বাচিত হয়েছেন। তারা উভয়ই স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

জগন্নাথ হলের ভিপি নির্বাচিত হলেন ছাত্রদলের পল্লবজগন্নাথ হল সংসদের জিএস সুদীপ্ত প্রমাণিক ও এজিএস দ্বীপজয় সরকার দীপ্ত/ ছবি- সংগৃহীত

সম্পাদক পদগুলোর মধ্যে সাহিত্য সম্পাদক হয়েছেন কথক বিশ্বাস জয়, সাংস্কৃতিক সম্পাদক রাতুল দে দীপ্ত, পাঠকক্ষ সম্পাদক চিন্ময় কুমার রায় শুভ ও সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাম প্রসাদ সাহা।

এছাড়া অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে অভিজিৎ দত্ত ও বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে সঞ্জয় রাজবংশী নির্বাচিত হয়েছেন।

চার সদস্য পদে নির্বাচিত হয়েছেন নয়ন কুমার দাশ, লিখন রায়, ধ্রুব রায় এবং নিলয় কুমার গুপ্ত।

এফএআর/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।