শাকসু নির্বাচনের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবিপ্রবি
প্রকাশিত: ০৫:০৭ পিএম, ১৯ অক্টোবর ২০২৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে শাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন তারা।

রোববার (১৯ অক্টোবর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পলাশ বখতিয়ার। তিনি বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও শাকসু নির্বাচন নিয়ে আমাদের প্রশাসনের কোনো পদক্ষেপ নেই। প্রশাসন নির্বাচন দিতে ভয় পাচ্ছে, কারণ তারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত। তারা মনে করেন, ছাত্রপ্রতিনিধি তৈরি হলে এসব অন্যায় আর করতে পারবেন না। ক্ষমতা কুক্ষিগত রাখতে তারা নির্বাচন ঠেকিয়ে রাখতে চান।

তিনি বলেন, আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে এতদিন নীরব রাখার চেষ্টা করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হলে শাবিপ্রবি অচল করে দেওয়া হবে। শাকসু নির্বাচনের মাধ্যমে আমরা এমন একটি সিস্টেম গড়ে তুলতে চাই, যেখানে অন্যায় ও দুর্নীতির কোনো স্থান থাকবে না। শুধু ক্লাস-পরীক্ষা নিয়েই সেটি সম্ভব না।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, আমরা আর কোনো মুলা ঝুলানো রাজনীতি দেখতে চাই না। নভেম্বরের মধ্যেই উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজন করতে হবে। শাকসু বানচালের চেষ্টা করা হলে, শিক্ষার্থীরা কঠোর প্রতিক্রিয়া দেখাবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রোডম্যাপ ঘোষণা না করা হলে প্রশাসনিক ভবনে তালা ঝুলবে। দলমত নির্বিশেষে শাবিপ্রবির সব শিক্ষার্থী এই দাবিতে একমত।”

ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মাহবুবুর রহমান পবন বলেন, আমরা জানতে পেরেছি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি কিছু শিক্ষক ও তাদের ছাত্রসংগঠনের নেতারা প্রশাসনকে শাকসু নির্বাচনে অসহযোগিতা করার কথা বলেছেন। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই— যারা শাকসু নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করবে, সাধারণ শিক্ষার্থীরা তাদের কঠোরভাবে প্রতিহত করবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শাকসু নির্বাচনের ঘোষণা করলেও এখনো নির্বাচন কমিশন গঠন করেনি। এতে শিক্ষার্থীদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। এর আগে, গত ১৭ অক্টোবর শিক্ষার্থীরা ক্যাম্পাসজুড়ে গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে শাকসু নির্বাচনের দাবি জানান। আজ সেই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা শাকসুর রোডম্যাপ চেয়ে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন।

এসএইচ জাহিদ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।