স্থগিত হওয়া জবি দিবস উদযাপন ২৭ অক্টোবর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জবি
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ২৩ অক্টোবর ২০২৫
ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫’ সোমবার (২৭ অক্টোবর) সীমিত পরিসরে উদযাপন করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। সোমবার সকাল ৯টায় শহীদ মিনার চত্বরে জাতীয় পতাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশনা এবং বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

এদিন সকাল ৯টা ৪৫ মিনিটে শহীদ মিনার চত্বর থেকে রায়সাহেব বাজার পর্যন্ত প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি হবে। সকাল ১০টা ৩০ মিনিট থেকে দিনব্যাপী চারুকলা প্রদর্শনী ও চিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন করবেন উপাচার্য। চারুকলা অনুষদের আয়োজনে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচতলায়।

দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বিজ্ঞান ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে আলোচনা সভা এবং গত বছরের চিত্র প্রদর্শনীর পুরস্কার বিতরণী। বাদ যোহর ১টা ১৫ মিনিটে ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় দিবসের দিন সব ইনস্টিটিউট ও বিভাগে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

পূর্বনির্ধারিত ২২ অক্টোবর তারিখের অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. জোবায়েদ হোসেনের মৃত্যুতে স্থগিত করা হয়েছিল।

টিএইচকিউ/এএমএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।