জবি হল ইস্যুতে ‘ভিত্তিহীন সংবাদের’ নিন্দা ছাত্রীসংস্থার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জবি
প্রকাশিত: ০৮:৪৯ এএম, ০৯ নভেম্বর ২০২৫
ইসলামী ছাত্রী সংস্থার লোগো/ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলসংক্রান্ত একটি প্রতিবেদনে অসত্য তথ্য উপস্থাপনের অভিযোগ তুলে নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার জবি শাখা। শনিবার (৮ নভেম্বর) সংগঠনের শাখা সভানেত্রী সুখীমন খাতুন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরে ‘ইমু’ নামের এক শিক্ষার্থীকে ছাত্রীসংস্থার নেত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। বিবৃতিতে আরও বলা হয়, ওই শিক্ষার্থী সংগঠনের কর্মীও নন।

ছাত্রসংসদ নির্বাচনকে ঘিরে ওই শিক্ষার্থী সংস্থার প্যানেল থেকে ‘হল ভিপি’ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সংবাদ প্রকাশের বিষয়টি ‘মিথ্যা ও অনুমাননির্ভর’ দাবি করে সংগঠনটি জানায়, আনুষ্ঠানিক প্যানেল ঘোষণার আগেই এমন তথ্য ছড়ানো উদ্দেশ্যমূলক ও দায়িত্বজ্ঞানহীন বলে মনে করে ছাত্রীসংস্থা।

সংশ্লিষ্ট গণমাধ্যমের দুঃখপ্রকাশ এবং সংবাদ সংশোধন জরুরি উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, জবি ছাত্রীদের অধিকার, কল্যাণ ও হল ব্যবস্থাপনায় সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে তারা সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। বিবৃতিতে গণমাধ্যমকে সাংবাদিকতার নীতি ও দায়িত্বশীলতা বজায় রেখে সংবাদ প্রচারের আহ্বান জানানো হয়।

এর আগে, ‘জবি ক্যানটিনে খাবারে পোকা, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে হেনস্তা করলেন ছাত্রীসংস্থার নেত্রী’ শিরোনামে সংবাদ প্রকাশ হয় বেশ কয়েকটি গণমাধ্যমে। এতে বলা হয়, জবির একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের ক্যানটিনের খাবারে পোকা পাওয়া গেলে তা নিয়ে প্রতিবাদ করলে শিক্ষার্থীর ওপর চড়াও হন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থী ও ছাত্রীসংস্থার নেত্রী ফাতেমাতুজ জোহরা ইমু।

টিএইচকিউ/এমএমকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।