রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলছে সোমবার


প্রকাশিত: ০৩:৩২ এএম, ১২ জানুয়ারি ২০১৫

১০ দিনের শীতকালীন ছুটি শেষে আজ সোমবার খুলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। এর আগে রোববার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া হয়।

বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা শুরু হচ্ছে আজ সোমবার থেকে।

উল্লেখ্য ১ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত রাবিতে শীতকালীন ছুটি শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং যাবতীয় দাফতরিক কার্যক্রম বন্ধ ছিল।

অপরদিকে ২ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি শনিবার পর্যন্ত বন্ধ থাকার পর ১১ জানুয়ারি থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।