রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন আজ


প্রকাশিত: ০৪:১৭ এএম, ১৮ জানুয়ারি ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৯ম সমাবর্তন আজ রোববার শুরু হচ্ছে। এদিন বেলা ২টা ২৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠ থেকে আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নেতৃত্বে সমাবর্তন শোভাযাত্রা শুরু হবে। দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে সমাবর্তনের আনুষ্ঠানিকতা শুরু হবে।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তালাত আহমদ। নিবন্ধিত প্রাক্তন শিক্ষার্থীদের সমাবর্তনসামগ্রী বিতরণ শনিবার থেকে শুরু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে ১১টার মধ্যে নিজ নিজ বিভাগ ও ইনস্টিটিউট থেকে এসব সামগ্রী সংগ্রহ করা যাবে। এমবিবিএস, বিডিএস ও অন্য ডিগ্রিধারীদের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরে যোগাযোগ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর সূত্রে জানা যায়, সমাবর্তনে অংশগ্রহণের জন্য ২০০৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৯টি অনুষদ ও ৫টি ইনস্টিটিউট থেকে পিএইচডি, এমফিল, স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস ও ডিভিএম ডিগ্রি অর্জনকারী ৪ হাজার ৭৭১ জন গ্র্যাজুয়েট নিবন্ধন করিয়েছেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সমাবর্তন বর্জনসহ নানা সীমাবদ্ধতা সত্ত্বেও নির্দিষ্ট সময়েই সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সমাবর্তন বিষয়ে এ কথা জানান রাবি উপাচার্য। তিনি আরো জানান, বিভিন্ন সীমাবদ্ধতার কারণে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত সমাবর্তন অনুষ্ঠিত হতে পারেনি। তবে এরপর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়মিত সমাবর্তন করার চেষ্টা করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।