জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্নাস ৩য় বর্ষের ফল প্রকাশ


প্রকাশিত: ১০:২৪ এএম, ২৬ জানুয়ারি ২০১৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১২ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশিত করা হয়েছে। এবার পাসের হার ৯৫.০২ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে এবং যে কোন  মোবাইল Message অপশনে গিয়ে NU H3 Roll  লিখে ১৬২২২ নম্বরে Send করে ফল জানা যাবে।

২০১৪ সালের আগস্ট মাসে এ পরীক্ষার লিখিত এবং নভেম্বর মাসে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ২৭ টি অনার্স বিষয়ে সারাদেশে ২৪১ টি কলেজের ১ লাখ ৫৭ হাজার ৬৪২ জন পরীক্ষার্থী মোট ১৩৮ টি কেন্দ্রে অংশগ্রহণ করে।

একই সঙ্গে ২০১২ সালের ৪র্থ বর্ষের যেসব শিক্ষার্থী ২০১২ সালের ৩য় বর্ষ পরীক্ষার মান উন্নয়ন পরীক্ষায় অংশ নিয়েছেন তাদের ৪র্থ বর্ষের সংশোধিত ফলাফলও প্রকাশ করা হবে।

এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।