নোবিপ্রবিতে নতুন লাইব্রেরি ভবন উদ্বোধন


প্রকাশিত: ১১:৪৯ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৬

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নবনির্মিত লাইব্রেরি ভবন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার  সকালে উৎসবমুখর পরিবেশে উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান ভবনটি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ হলো লাইব্রেরি তথা গ্রন্থাগার। কারণ শিক্ষক ও শিক্ষার্থীদের জ্ঞান ও গবেষণায় এর ভূমকিা অপরিসীম।

এসময় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন, রেজিস্ট্রার প্রফেসর মোমিনুল হক, গ্রন্থাগারিক মো. জাহাঙ্গীর হোসেন, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দফতরের পরিচালক এএইচএম নিজাম উদ্দিন চৌধুরী, অর্থ ও হিসাব দফতরের পরিচালক আব্দুল জলিল, ডিন ড. মো. হুমায়ুন কবির, হলের প্রভোস্ট, প্রক্টর, শিক্ষক সমিতি ও অফিসার্স এসোসিয়েশনের নেতাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

প্রসঙ্গত, ১০ হাজার স্কয়ার ফিটের নতুন এ ভবন নির্মাণে ব্যয় হয় ২ কোটি ২০ লাখ টাকা। ওয়াইফাই, অটোমেশনসহ একটি আধুনিক গ্রন্থাগারের যাবতীয় সুবিধা রয়েছে এতে। এছাড়া এখানে শিক্ষার্থীদের উন্নতসেবা প্রদানে আলাদা পাঠকক্ষ, স্ট্যাক এরিয়া, লেনদেন, সাময়িকী ও প্রশাসন বিভাগ রয়েছে।

মিজানুর রহমান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।