হাবিপ্রবিতে শুক্রবার থেকে ঈদের ছুটি


প্রকাশিত: ১১:৪৬ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৬

ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল শুক্রবার (৯ সেপ্টেম্বর) থেকে (১৮ সেপ্টেম্বর) রোববার পর্যন্ত হাজী মুহম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

ছুটি শেষে আগামী ১৯ সেপ্টেম্বর সোমবার থেকে যথারীতি ক্লাস ও অফিস কার্যক্রম শুরু হবে। হাবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা শাখার সহকারী পরিচালক মোমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।