রাবিতে শিবিরের মিছিল, আটক ৫
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা চলমান অবরোধ ও হরতালের সমর্থনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তারা এ বিক্ষোভ মিছিল করে।
শিবিরের রাবি শাখার পরিকল্পনা বিষয়ক সম্পাদক সুমন রেজার নেতৃত্বে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির পেছন থেকে মিছিলটি শুরু হয়ে টুকিটাকি চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে শিবিরের প্রায় শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এ সময় শিবির সন্দেহে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে প্রথমবর্ষে ক্লাস করতে আসা পাঁচ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, শিবির ক্যাম্পাসে মিছিল করছে খবর পেয়ে পুলিশ যাওয়ার আগেই তারা পালিয়ে যায়। পরে পুলিশ ৫ শিবির কর্মীকে আটক করেছে বলে জানান তিনি।
এদিকে মঙ্গলবার ২০১৪-২০১৫ সেশনের প্রথমবর্ষ শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও সোমবার রাত থেকে আবাসিক হলগুলোতে একাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বিএ/পিআর