ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় পাবিপ্রবির ছাত্র আটক


প্রকাশিত: ০২:২৭ পিএম, ০৫ অক্টোবর ২০১৬

ফেসবুকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ভিসি ও প্রক্টরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে হাফিজুর রহমান সুমন (২১) নামের এক ছাত্রকে আটক করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় পাবিপ্রবি ক্যাম্পাস থেকে তাকে আটক করা হয়। আটক হাফিজুর রহমান সুমন রাজবাড়ি জেলার পাংশা থানার শ্রীপুর গ্রামের আকরাম হোসেনের ছেলে ও পাবিপ্রবির গণিত বিভাগের চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্র।

পাবিপ্রবির প্রক্টর আওয়াল কবীর জয় জানান, সুমন নামের ছেলেটি দীর্ঘদিন ধরে একটি ভুয়া ফেসবুকের আইডি দিয়ে তাকে এবং তার স্ত্রী-সন্তানকে এমনকি পাবিপ্রবির ভিসি অধ্যাপক ড. আল নকীব চৌধুরীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও ভয়ভীতি দেখিয়ে আসছে।

পাবনা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আওয়াল কবীর জয় বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা করেছেন।

একে জামান/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।