আজিজুল হক কলেজ ছাত্রলীগ সভাপতি বহিষ্কার, কমিটি বিলুপ্ত
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে কলেজ ছাত্রলীগের সভাপতি বেনজির আহমেদকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার রাত ৯টায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্বান্ত জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে যে, আগামী ৭ দিনের মধ্যে সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের জন্য ছাত্রলীগ বগুড়া জেলা শাখা নেতৃবৃন্দকে নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার রাতে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস এই তথ্য তার ব্যক্তিগত ফেসবুক পেইজে আপলোড করেন।
কেন্দ্রীয় কমিটির এ সিদ্ধান্ত নিশ্চিত করেছেন বগুড়া জেলা ছাত্রলীগ সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস ও সাধারণ সম্পাদক অসীম কুমার রায়।
তারা বলেন, কেন্দ্রের সিদ্ধান্ত মতো সাংগঠনিক তৎপরতা দেখানো হবে।
লিমন বাসার/বিএ