ভাসানী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদনের সময় বৃদ্ধি


প্রকাশিত: ১২:৫১ পিএম, ৩১ অক্টোবর ২০১৬

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিবিএ, বিফার্ম ও বিএসসি (অনার্স) কোর্সের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ভর্তি কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

জানা যায়, পূর্বঘোষিত আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ওই দিন রাত ১২টা পর্যন্ত টেলিটকে এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদন করা যাবে।

এ বছর চারটি ইউনিটের অন্তর্ভুক্ত ১৫টি বিভাগে ৭৯৫টি আসনের জন্য এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ ও ১১ ডিসেম্বর।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.mbstu.ac.bd) পাওয়া যাবে।

আরিফ উর রহমান টগর/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।