হাবিপ্রবির ভর্তি পরীক্ষা শুরু ১৮ ডিসেম্বর


প্রকাশিত: ১১:১৩ এএম, ০৮ নভেম্বর ২০১৬

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৭ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বরে শুরু হবে। এই পরীক্ষা চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন অনলাইনে অথবা মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমে করা যাবে। আবেদন ফি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের (DBBL) মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করতে হবে। আগামী ১২ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবে।

এবার ৮টি অনুষদের অধীনে ২০টি কোর্সে মোট ১৯৫৫ জন ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবে। মুক্তিযোদ্ধা কোটার জন্য মোট আসনের অতিরিক্ত ৫% আসন এবং বিদেশী শিক্ষার্থীদের জন্য ৮০টি আসন সংরক্ষিত থাকবে। এর বাইরে সংরক্ষিত আসনে বিভিন্ন কোটায় শিক্ষার্থীদের ভর্তির সুযোগ রাখা হয়েছে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd/admission) পাওয়া যাবে।

এমদাদুল হক মিলন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।