হাবিপ্রবিতে ভর্তির আবেদন শুরু ১২ নভেম্বর


প্রকাশিত: ০৭:২১ এএম, ১১ নভেম্বর ২০১৬

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া ১২ নভেম্বর আগামীকাল শনিবার থেকে শুরু হয়ে চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। ১৮ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন অনলাইনে অথবা মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে করতে হবে। আবেদন ফি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের (উইইখ) মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে হবে।

এবার আটটি অনুষদের অধীনে ২০টি কোর্সে মোট ১ হাজার ৯৫৫ জন ছাত্রছাত্রী ভর্তি হতে পারবে। মুক্তিযোদ্ধা কোটার জন্য মোট আসনের অতিরিক্ত ৫ শতাংশ আসন এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ৮০টি আসন সংরক্ষিত থাকবে। এর বাইরে সংরক্ষিত আসনে বিভিন্ন কোটায় শিক্ষার্থীদের ভর্তির সুযোগ রাখা হয়েছে।

ভর্তি পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্যাদি www.hstu.ac.bd/admission ওয়েবসাইটে পাওয়া যাবে।

হাবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা শাখার সহকারী পরিচালক মোমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।