পরিবহন ভোগান্তিতে রাবি শিক্ষার্থীরা

৬ জানুয়ারি থেকে বিএনপি-জামায়াতের টানা হরতাল-অবরোধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা চললেও চলছে না পরিবহন। এতে বিপাকে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় সরেজমিন ঘুরে দেখা গেছে যে, বিশ্ববিদ্যালয়ের ৫০টি বিভাগের অধিকাংশ বিভাগে ক্লাস-পরীক্ষা ঠিকমত চললেও অচল রয়েছে শুধু পরিবহন ব্যবস্থা। এতে চরম ভোগান্তি পোহাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, পরিবহন না চলায় তারা নিয়মিত ক্লাসে উপস্থিত হতে পারছেন না। এতে তাদের পড়াশোনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।
পরিবহন সমস্যা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সিরাজুস সালেকীন বলেন, প্রতি বছর ভর্তির সময় আমাদের কাছ থেকে পরিবহন বাবদ টাকা নেয়া হয় কিন্তু এই যে এতদিন বিশ্ববিদ্যালয়ের পরিবহন চলছে না এতে করে আমাদের ক্যাম্পাসে আসার জন্য বাড়তি ভাড়া গুণতে হচ্ছে। তিনি এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতির কথা উল্লেখ করে বলেন, প্রশাসন চাইলে এ সমস্যার সমাধান করতে পারে।
এ বিষয়ে পরিবহন প্রশাসকের সাথে কথা বলতে চাইলে ফোনে তাঁকে পাওয়া যায়নি। পরিবহণ চলছে না কেন? এই প্রশ্নের জবাবে পরিবহন প্রশাসকের পক্ষ থেকে বলা হয় যে, এখানে আমাদের কিছু করার নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন যা বলবে আমাদের তাই করতে হবে। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পক্ষ থেকে বলা হয়, নিরাপত্তাহীনতার কারণে গাড়ি চালানো হচ্ছে না। শিক্ষকের বা শিক্ষার্থীদের গাড়িতে হামলা হলে এর দায়ভার কে নেবে? তবে বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে যত দ্রুত সম্ভব আমরা পরিবহন সচল করার চেষ্টা করছি।
এমজেড/আরআইপি