মাভাবিপ্রবিতে ভাইস-চ্যান্সেলর ও ডিনস অ্যাওয়ার্ড প্রদান


প্রকাশিত: ০৯:৪৬ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৭

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সমাবর্তন উপলক্ষে ভাইস-চ্যান্সেলর ও ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের বিজিই বিভাগের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক ও সনদ প্রদান করেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য আলহাজ মো. ছানোয়ার হোসেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. কায়কোবাদ।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মোহাম্মদ মতিউর রহমান, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, সায়েন্স অনুষদের ডিন ড. পিনাকী দে, রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মোস্তাফিজুর রহমান।

স্নাতক পর্যায়ে দুইজন ও স্নাতকোত্তর পর্যায়ে পাঁচজনসহ মোট সাতজনকে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড, স্নাতক পর্যায়ে একজন ও স্নাতকোত্তর পর্যায়ে সাতজনসহ মোট আটজনকে ডিনস অ্যাওয়ার্ড এবং ২২ জনকে ডিনস লিস্ট সম্মাননাসহ সর্বমোট ৩৫ জনকে পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার হিসেবে ভাইস-চ্যান্সেলর ও ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্তদের স্বর্ণপদক ও সনদ প্রদান করা হয় এবং ডিনস লিস্ট সম্মানে ভূষিতদের সনদ প্রদান করা হয়।

উল্লেখ্য, ২০১৩ সালে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের পর থেকে ২০১৬ সালের ১৩ নভেম্বর তারিখে অনুষ্ঠিত দ্বিতীয় সমাবর্তন পর্যন্ত সময়ে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ হতে চ্যান্সেলর, ভাইস-চ্য্যান্সেলর, ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস  লিস্টসহ সর্বোমোট ৩৭ জন অ্যাওয়ার্ড প্রাপ্ত হন।

দ্বিতীয় সমাবর্তনে ছয়জন গ্র্যাজুয়েট চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রাপ্ত হন ( স্নাতক পর্যায়ে তিনজন, স্নাতকোত্তর পর্যায়ে তিনজন) । যাদের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাওয়ার্ড প্রদান করেন।

আরিফ উর রহমান টগর/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।