বর্ষবরণে প্রস্তুত নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ
বাঙালির চিরায়ত ঐতিহ্য পহেলা বৈশাখ। নতুন বছরকে স্বাগত জানাতে দেশজুড়ে পথে পথে নামে মানুষের ঢল। দেশজুড়ে চলে উৎসবের নানা আয়োজন। আর এই বাংলা নববর্ষ-১৪২৪ বরণ করতে পিছিয়ে নেই সিরাজগঞ্জে অবস্থিত নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বাংলা নববর্ষকে বরণ করতে প্রস্তুত কলেজের এসব হবু চিকিৎসকরা।
এবার জাঁকজমকপূর্ণভাবে বর্ষবরণ করবে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। পহেলা বৈশাখ বরণ করে নিতে সকালে ‘ক্যাম্পাস থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে শেষ হবে। এরপর পান্তা-ইলিশ পর্ব শেষে দিনব্যাপী চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিকে বর্ষবরণের এ উৎসবে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ক্যাম্পাস সেজেছে রঙিন সাজে। পুরো ক্যাম্পাস আলপনায় রাঙিয়ে তৈরি করেছে ভিন্ন এক আবহ। শিক্ষার্থীদের তৈরি পুতুল, পাখি, বাঘ, পেঁচা ও রাজা-রানীর মুখোশ বিভিন্ন লোকজ ঐতিহ্য শোভাযাত্রায় উপস্থাপন করা হবে।
আলপনার কাজে ব্যস্ত সময় পার করছিলেন শিক্ষানবিশ চিকিৎসক ডা. সাদ জুলফিকার প্রান্ত, সন্দীপ মালাকার, সাকের, লাকিসহ অন্যান্যরা।
আলাপকালে ডা. সন্দীপ মালাকার বলেন, সব না পাওয়ার বেদনাকে ধুয়ে মুছে, আকাশ বাতাস ও প্রকৃতিকে অগ্নিস্নানে শুচি করে তুলতেই আবার এসেছে পহেলা বৈশাখ। আমরাও তাই প্রস্তুতি নিচ্ছি পহেলা বৈশাখ উদযাপনের। দল বেঁধে ঘোরাঘুরি, হইচই, পান্তা-ইলিশ ভোজন ও নানা অনুষ্ঠানে অংশ নেব।
এ বিষয়ে ডা. সাদ জুলফিকার প্রান্ত বলেন, ইতোমধ্যে আমাদের সবপ্রস্তুতি সম্পন্ন হয়েছে। মেয়েরা লাল শাড়িতে খোঁপায় সাদা ফুল, আর পুরুষদের লাল-সাদা পাঞ্জাবি-পাজামা পরে ঢোল, ডুগডুগি, একতারা, বাঁশিসহ বিভিন্ন শিল্প কর্ম নিয়ে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেবে।
এএস/বিএ