হাবিপ্রবিতে প্রশ্নপত্র সংক্ষিপ্তকরণ বিষয়ক কর্মশালা


প্রকাশিত: ১০:৩৯ এএম, ০৭ মে ২০১৭

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদের উদ্যোগে ‘প্রশ্নপত্র সংক্ষিপ্তকরণ এবং দল গঠন বিষয়ক’ দুই দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটির প্রধান প্রফেসর ড. মো. আনিস খান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল এর হাবিপ্রবি শাখার পরিচালক প্রফেসর মো. মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটির সদস্য প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. মিজানুর রহমান বলেন, আমাদের গুণগত ও মানগত শিক্ষা নিশ্চিত করতে হবে। নতুবা আমাদের ডিগ্রিগুলো অনুমোদন পাবে না। আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি পাবে না। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিগুলোকে যুগোপযোগী করতে নতুন নতুন বিষয় সংযোজন করতে হবে এবং আন্তর্জাতিক কোর্স কারিকুলাম অনুযায়ী আপডেট করতে হবে।

এমদাদুল হক মিলন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।