যৌন হয়রানি : প্রমাণ পাওয়ার তিন মাসেও পদক্ষেপ নেয়নি প্রশাসন


প্রকাশিত: ১১:১৭ এএম, ০৫ জুন ২০১৭

দুইজন ছাত্রীকে হয়রানি, মানুষিক নির্যাতন ও অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে মানববন্ধন ও কুশপুত্তলিকা দাহ করেছে।

শিক্ষার্থীদের অভিযোগ ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির প্রমাণ পাওয়ার তিন মাসেও কোনো পদক্ষেপ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন

সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইংরেজি শিক্ষক দীপক কুমার সরকার এর বহিষ্কারসহ শাস্তিমূলক ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়ে প্রতিবাদ এবং কুশপুত্তলিকা দাহ করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, ঘটনার সত্যতার প্রমাণ পাওয়ার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন অজ্ঞাত কারণে কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেনি। অভিযুক্ত শিক্ষককে রক্ষার জন্য প্রশাসনের এ নীরবতা। যা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। বিশ্ববিদ্যালয়ের সম্মান এবং শিক্ষার্থীদের ভবিষ্যত রক্ষার জন্য তাদের এ আন্দোলন।

প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বরে ইংরেজি বিভাগের লেভেল-৩ এর ছাত্রীরা ইংরেজি শিক্ষক দীপক কুমার সরকারের বিরুদ্ধে হয়রানি, মানুষিক নির্যাতন ও অনৈতিক কাজে বাধ্য করার লিখিত অভিযোগ করে।

অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোস্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডিন ড. ফাহিমা খানমকে চেয়ারম্যান এবং সহকারী প্রফেসর শফিকুল ইসলামকে সদস্য সচিব করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলেও দীর্ঘ ৩ মাসে প্রশাসন এখন পর্যন্ত কোনো ব্যবস্থা না নেয়ায় শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে।

এমদাদুল হক মিলন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।