বিটেকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত


প্রকাশিত: ১১:৫৪ এএম, ১৭ জুন ২০১৭

টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (বিটেক) বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জুন) সকালে বিটেকের নিজস্ব ক্যাম্পাসে নির্বিঘ্ন পরিবেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালীন বিটেকের প্রিন্সিপাল ইঞ্জি. মো. মহিবুল ইসলাম, বস্ত্র পরিদফতরের উপ-পরিচালক মো. সাইফুর রহমান, সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসার উদ্দিন পরীক্ষা হল পরিদর্শন করেন।

ভর্তি পরীক্ষা সম্পর্কে জানতে চাইলে প্রিন্সিপাল ইঞ্জি. মো. মহিবুল ইসলাম বলেন, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু পরিবেশে এবারের পরীক্ষা শেষ হয়েছে। ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আর প্রশাসনিক কিছু নিয়মের কারণে এবারের ভর্তি পরীক্ষায় কোনো সংবাদকর্মীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেয়া হয়নি।

পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, এমসিকিউ পদ্ধতিতে এবারের ভর্তিযুদ্ধে চার বিভাগে (ইয়ার্ন, ফেব্রিক, ওয়েট প্রসেসিং, অ্যাপারেল) ৩০টি করে মোট ১২০ আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল ৪৯২ জন।

পরীক্ষার ফল আগামী বৃহস্পতিবার (২২ জুন) নোটিশ বোর্ড, প্রতিষ্ঠানের ওয়েবসাইট (www.btec.gov.bd) ও বস্ত্র পরিদফতরের ওয়েবসাইটে (www.dot.gov.bd) প্রকাশ করা হবে এবং ৯ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া চলবে।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।