নোবিপ্রবিতে যোগ হলো নতুন ২ অনুষদ ও ৫ বিভাগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১০:৪৬ এএম, ৩০ আগস্ট ২০১৭

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দুইটি নতুন অনুষদ ও পাঁচটি বিভাগের যাত্রা শুরু হয়েছে। অনুষদ দুইটি হলো- ফ্যাকাল্টি অব অ্যাডুকেশন সায়েন্স ও ফ্যাকাল্টি অব সোস্যাল সায়েন্সেস অ্যান্ড হিউম্যানিটিজ।

বিভাগগুলো হলো- সফটওয়ার ইঞ্জিনিয়ারিং, শিক্ষা বিভাগ, টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ও সমাজবিজ্ঞান।

ফলে এবার ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক (১ম বর্ষ) শ্রেণিতে আরও বেশি শিক্ষার্থী নোবিপ্রবিতে ভর্তি হওয়ার সুযোগ পাবে।

আগামী ০১ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত টেলিটক মোবাইল ফোনের (১৬২২২) মাধ্যমে শিক্ষার্থীদের আবেদন করতে হবে।

ভর্তি পরীক্ষা আগামী ৩ এবং ৪ নভেম্বর ২০১৭ অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nstu.edu.bd) এ পাওয়া যাবে।

প্রসঙ্গত, গত ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ১৮টি বিষয়ে ৯৬০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। এ শিক্ষাবর্ষে (২০১৭-১৮) নতুন এ ৫ বিষয় যোগ হয়ে মোট ২৩টি বিষয়ে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবে।

মিজানুর রহমান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।