ভাসানী বিশ্ববিদ্যালয়ে প্রবেশপত্র সংগ্রহের সময় বৃদ্ধি
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং) বিবিএ ও বিফার্ম প্রোগ্রাম-এ ১ম বর্ষে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের আবেদন ফি পরিশোধ এবং প্রবেশপত্র সংগ্রহের সময় বৃদ্ধি করা হয়েছে।
শিক্ষার্থীদের অনুরোধের প্রেক্ষিতে আবেদন ফি পরিশোধ এবং প্রবেশপত্র সংগ্রহের সময় ১৮ নভেম্বর রাত পৌনে ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (mbstu.admission.org) পাওয়া যাবে।
মাভাবিপ্রবি জনসংযোগ ও প্রেস প্রকাশনা দফতরের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. সামছুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরিফ উর রহমান টগর/এএম/জেআইএম