রাবি সায়েন্স ক্লাবের সভাপতি মাহদি সম্পাদক ইশতেহার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১২:১৫ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২০

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবের নতুন কমিটি গঠন গঠন করা হয়েছে। এতে রসায়ন বিভাগের শিক্ষার্থী মাহদি হাসানকে সভাপতি এবং পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ইশতেহার আলীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ক্লাবের পঞ্চম বর্ষপূর্তি এবং নবীন বরণ উদযাপন শেষে এ কমিটি ঘোষণা করেন সায়েন্স ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. তারিকুল হাসান।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি রসায়ন বিভাগের সৌরভ পাল, প্রাণিবিদ্যা বিভাগের ইশরাত জাহান খান চৌধুর, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের মাহমুদুল হাসান মারুফ, যুগ্ম সাধারণ সম্পাদক রসায়ন বিভাগের আব্দুল্লাহ আল আহাদ, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মুহি মুনতাকা, কোষাধ্যক্ষ প্রাণ রসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের নাসির মাহমুদ, সাংগাঠনিক সম্পাদক ইলেক্ট্রিকাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের আমিনা আক্তার আখি ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্চ ডেভেলপমেন্ট বিভাগের আবিদ হাসান। সায়েন্স ক্লাবের ৬ষ্ঠ এ কার্যনির্বাহী কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

কমিটি ঘোষণার সময় বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, ক্লাবের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সভাপতি আহসান হাবীব, আজীবন সদস্য সোহানুর রহমান, সদ্য বিদায়ী সভাপতি আশরাফুল আলম এবং ক্লাবের উপদেষ্টাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সালমান শাকিল/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।