অনার্স বিশেষ পরীক্ষার ফরম পূরণের সময়সূচি প্রকাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০২:৪৩ পিএম, ২৭ ডিসেম্বর ২০২০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১-২০১২ এবং ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের অনার্স দ্বিতীয় বর্ষের (বিশেষ) পরীক্ষা অনিয়মিত/অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণের সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।

স্থগিত এ ফরম পূরণ রোববার (২৭ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে। চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত।

এর আগে মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে তা স্থগিত করা হয়।

ফরম পূরণসহ অন্যান্য বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।

আমিনুল ইসলাম/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।