বুয়েটে অধ্যাপক জামিলুর রেজার নামে ভবন নামকরণের সিদ্ধান্ত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০১:১১ পিএম, ২০ এপ্রিল ২০২১
অধ্যাপক জামিলুর রেজা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল ভবনের নাম প্রয়াত জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর নামে নামকরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভবনটির নাম হবে ‘ড. জামিলুর রেজা চৌধুরী পুরকৌশল ভবন’।

গত ৬ এপ্রিল অনুষ্ঠিত বুয়েটের ৫২৩তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে, গত ৬ এপ্রিল সিন্ডিকেটের সভায় বুয়েটের পুরকৌশল ভবনের নাম ‘ড. জামিলুর রেজা চৌধুরী পুরকৌশল ভবন’ ভবন নামে নামকরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী একাধারে বাংলাদেশের একজন খ্যাতনামা প্রকৌশলী, গবেষক, শিক্ষাবিদ, বিজ্ঞানী, তথ্য-প্রযুক্তিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ছিলেন। গত বছরের ২৮ এপ্রিল ৭৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি।

আল সাদী/এমএসএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।