করোনায় ইবি কর্মকর্তার মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সহকারী রেজিস্ট্রার জামিনুর রহমান দুদু (৫০) মারা গেছেন।
মঙ্গলবার (২৯ জুন) সকাল ১০টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন মরহুমের ভাগনে তওফিকুর রহমান তুষার।
তিনি বলেন, সপ্তাহ খানেক ধরে তিনি জ্বর-সর্দি, শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন। কয়েকদিন আগে করোনা টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে। বাদ আসর তার জানাজার নামায নিজ বাড়ি ঝিনাইদহের শৈলকুপার শ্রীরামপুরে অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও আইন বিভাগের শাখা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে কর্মকর্তা জামিনুর রহমানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক গৌতম কুমার দাস পৃথক শোক-বার্তায় শোক জানিয়েছেন।
শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
রায়হান মাহবুব/আরএইচ/এমএস