যবিপ্রবির নীল দলের আহ্বায়ক ইকবাল, সদস্য সচিব ফিরোজ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ৩০ জুন ২০২১

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নীল দলের (মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী) নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য নীল দলের নতুন কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ ও সদস্য সচিব ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান ডা. মো. ফিরোজ কবীর নির্বাচিত হয়েছেন।

যবিপ্রবির মাইকেল মধুসূদন দত্ত কেন্দ্রীয় গ্রন্থাগার কাম একাডেমিক ভবনে মঙ্গলবার (২৯ জুন) অনুষ্ঠিত সাধারণ সভায় নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির যুগ্ম আহ্বায়ক ড. মো. আশরাফুজ্জামান জাহিদ, ড. মো. মেহেদী হাসান, ড. মো. কামাল হোসেন, ড. সেলিনা আক্তার, ড. মো. জাবেদ হোসেন খান, মো. মুনিবুর রহমান, ড. হাসান মো. আলইমরান, ড. এ এস এম মুজাহিদুল হক, অধ্যাপক ড. মো. নাজমুল হাসান, ড. শিরিন নিগার, অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, ড. মো. আবদুল্লাহ আল মামুন, ড. মো. হাফিজ উদ্দিন এবং ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

কমিটির কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ড. মো. নাসিম আদনান, প্রভাস চন্দ্র রায়, ড. মো. কোরবান আলী, তানভীর আহমেদ, মোহাম্মদ নওশীন আমীন শেখ, মো. রাফিউল হাসান, রুহুল আমীন, উত্তম গোলদার, মো. শাহীন সরকার, মোস্তাফিজুর রহমান, ড. মনজুরুল হক এবং মো. মজনুজ্জামান।

একইসঙ্গে যবিপ্রবির সাতটি অনুষদের অনুষদভিত্তিক কমিটিও ঘোষণা করা হয়।

এদিকে নীল দলের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা বুধবার (৩০ জুন) সকাল ১০টায় যবিপ্রবির প্রধান ফটকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।