শাবিপ্রবির ল্যাবে একদিনে রেকর্ড সংখ্যক করোনা শনাক্ত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরটিপিসিআর ল্যাবে করোনা শনাক্তে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। আগের সব রেকর্ড ভেঙে একদিনে সর্বোচ্চ ৩১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
শনিবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের করোনা ল্যাবের ইনচার্জ ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল বলেন, ৬৭৮ জনের নমুনা পরীক্ষা করে ৩১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৬.৭৫।
নতুন শনাক্তদের সিলেট জেলার বাসিন্দা ৫৬ জন, সুনামগঞ্জের ৬১ জন, মৌলভীবাজারের ১৩১ জন ও হবিগঞ্জের ৬৯ জন রয়েছেন।
মোয়াজ্জেম আফরান/আরএইচ/এমকেএইচ