শাবিপ্রবির ল্যাবে একদিনে রেকর্ড সংখ্যক করোনা শনাক্ত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবিপ্রবি
প্রকাশিত: ১০:০৫ পিএম, ১০ জুলাই ২০২১
ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরটিপিসিআর ল্যাবে করোনা শনাক্তে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। আগের সব রেকর্ড ভেঙে একদিনে সর্বোচ্চ ৩১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের করোনা ল্যাবের ইনচার্জ ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল বলেন, ৬৭৮ জনের নমুনা পরীক্ষা করে ৩১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৬.৭৫।

নতুন শনাক্তদের সিলেট জেলার বাসিন্দা ৫৬ জন, সুনামগঞ্জের ৬১ জন, মৌলভীবাজারের ১৩১ জন ও হবিগঞ্জের ৬৯ জন রয়েছেন।

মোয়াজ্জেম আফরান/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।