ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ১ অক্টোবর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা-বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ১৩ জুলাই ২০২১
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি আরেক দফা পেছানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে।

আগের ঘোষিত সূচি অনুযায়ী, চলতি (জুলাই) মাসের ৩১ তারিখ ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। মহামারি করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় পরীক্ষার তারিখ পেছানো হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের শীর্ষ কর্তারা।

মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয় ডিনস কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আগামী একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

জানতে চাইলে ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল জাগো নিউজকে বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ অক্টোবর ক ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে।’

তিনি বলেন, ‘এরপর খ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ২ অক্টোবর, গ ইউনিটের ২২ অক্টোবর, ঘ ইউনিটের ২৩ অক্টোবর এবং চারুকলা অনুষদের লিখিত (অঙ্কন) পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ অক্টোবর।’

আল-সাদী ভূঁইয়া/এএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।