কুবির প্রতিষ্ঠাকালীন উপাচার্য অধ্যাপক গোলাম মাওলা আর নেই

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক কুমিল্লা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রতিষ্ঠাকালীন উপাচার্য অধ্যাপক ড. গোলাম মাওলা মারা গেছেন। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় ঢাকায় এভার কেয়ার হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় পরিবার। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের সই করা এক শোকবার্তায় তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

প্রফেসর গোলাম মাওলা ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তার বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট বিভাগের সাবেক শিক্ষক ছিলেন।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।