ঢাকা কলেজের জিমনেশিয়াম এখন কর্মচারীদের আবাসস্থল

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক ঢাকা কলেজ
প্রকাশিত: ০৮:৪২ এএম, ২০ নভেম্বর ২০২১

দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে ঢাকা কলেজের জিমনেশিয়াম। শরীরচর্চার জন্য নেই প্রয়োজনীয় যন্ত্রপাতি। এতে শিক্ষার্থীরা শরীরচর্চার মতো গুরুত্বপূর্ণ বিষয় থেকে বঞ্চিত হচ্ছেন।

শুক্রবার (১৯ নভেম্বর) সরেজমিনে ঢাকা কলেজের জিমনেশিয়াম সেন্টার ঘুরে দেখা যায়, মূল ফটক তালাবদ্ধ। এছাড়া কয়েকটি কক্ষে থাকেন কলেজের কর্মচারীরা। সেখানে শরীরচর্চার কোনো যন্ত্রপাতিই নেই।

জিমনেশিয়ামে থাকা কয়েকজন কর্মচারীর সঙ্গে কথা বলে জানা যায়, অনেক আগেই কলেজে প্রশাসন সেখানে তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন। দীর্ঘদিন ধরে জিমনেশিয়াম বন্ধ থাকায় তারা সেখানেই থাকছেন।

কথা হয় ঢাকা কলেজের কর্মচারী রাব্বি হোসেনের সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, ‘আমরা ব্যাচেলর তাই আমাদের এখানে থাকতে দিয়েছে। কতদিন ধরে জিমনেশিয়াম বন্ধ আমার জানা নেই। আমরা ছয়জন কর্মচারী এখানে থাকি৷’

কলেজের আবাসিক শিক্ষার্থী রাজিব বলেন, ‘এত পুরোনো একটি শিক্ষাপ্রতিষ্ঠান অথচ আমরা (শিক্ষার্থীরা) জিমনেশিয়ামের সুবিধা পাই না ৷ এটা কষ্টের।’ তিনি এটি চালুর উদ্যোগ নেওয়ার দাবি জানান।

জানতে চাইলে কলেজের শরীরচর্চা শিক্ষক সালাউদ্দিন হায়দার জাগো নিউজ বলেন, করোনার কারণে জিমনেশিয়ামসহ খেলাধুলা আপাতত বন্ধ রাখা হয়েছে। আমরা খেলাধুলা চালুর উদ্যোগ নিয়েছি। অধ্যক্ষ মহোদয়ও পরামর্শ দিয়েছেন। আমরা শিগগিরই বিভিন্ন টুর্নামেন্টে শুরু করবো। আর জিমনেশিয়াম চালুর বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি ৷

তবে কয়েকদিনের মধ্যে জিমনেশিয়াম চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।

তিনি জাগো নিউজকে বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে কলেজের নিজস্ব ব্যবস্থাপনায় জিমনেশিয়ামের যন্ত্রপাতি কেনা হবে ৷ আমাদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা ছাত্রদের আশ্বস্ত করেছি, আমরা এসব সামগ্রীর ব্যবস্থা করবো।

নাহিদ হাসান/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।