রাবিতে সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৩:১৫ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে(রাবি) আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস শুরু হবে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব বর্ষের ক্লাস ও অফিস আগামী ২২ ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে যথারীতি চালু থাকবে। অফিস আগের মতো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

করোনা সংক্রমণ রোধে সরকার গত ২২ জানুয়ারি থেকে দুই সপ্তাহের জন্য ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস নেওয়া বন্ধ ঘোষণা করেছে। এরপর আবারও দুই সপ্তাহ বাড়িয়ে ২২ ফেব্রুয়ারি করা হয়েছে।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।