রাবি সায়েন্স ক্লাবের সভাপতি আবিদ, সম্পাদক লতিফ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৪:৩১ পিএম, ১৫ মার্চ ২০২২
সভাপতি আবিদ হাসান ও সাধারণ সম্পাদক আবদুল লতিফ

 

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবের অষ্টম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের আবিদ হাসান সভাপতি ও পরিসংখ্যান বিভাগের আবদুল লতিফ সাধারণ সম্পাদক হয়েছেন।

মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্রে কমিটি ঘোষণা করেন ক্লাবের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. তারিকুল হাসান।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি প্রাণিবিদ্যা বিভাগের আসাদুল ইসলাম এবং প্রাণিবিদ্যা বিভাগের রুহুল আমিন রুমি। যুগ্ম সাধারণ সম্পাদক পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের কারিমা খাতুন ও ফলিত গণিত বিভাগের উমায়ের ইসলাম খান। কোষাধ্যক্ষ হয়েছেন ফলিত গণিত বিভাগের মাসুদ। সাংগঠনিক সম্পাদক প্রাণিবিদ্যা বিভাগের নাজনীন আরা নিশু।

স্থায়ী কমিটির নতুন সদস্য মাহদী হাসান। আজীবন সদস্য পদ লাভ করেন প্রাণিবিদ্যা বিভাগের ইসরাত জাহান খান চৌধুরী ইশিতা এবং রসায়ন বিভাগের সৌরভ পাল।

কমিটি গঠনের অনুষ্ঠানে অতিথি হিসেবে রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ম. অবায়দুর রহমান প্রামাণিক উপস্থিত ছিলেন।

এছাড়া রাবি সায়েন্স ক্লাবের স্থায়ী কমিটির সদস্য, আজীবন সদস্য এবং ক্লাবের সদ্যবিদায়ী সভাপতি ইসতেহার আলী উপস্থিত ছিলেন।

মনির হোসেন মাহিন/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।