বঙ্গবন্ধু শেখ মুজিব প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফল প্রকাশ


প্রকাশিত: ১০:৫৯ এএম, ২৬ নভেম্বর ২০১৪

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সকল ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বুধবার এ ফলাফল প্রকাশ করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জনসংযোগ কর্মকর্তা  মো. মাহবুবুল আলম জানান, বুধবার সকাল ১১টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম খায়রুল আলম খানের হাতে ভর্তি পরীক্ষার ফল তুলে দেন ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক প্রফেসর ড. মো. শাহজাহান। এসময় সকল অনুষদের ডীন ও সভাপতি উপস্থিত ছিলেন।

এবার ৬টি ইউনিটের ১৪টি বিভাগে মেধা তালিকা থেকে ৬৮০ জন এবং মুক্তিযোদ্ধা, উপজাতি ও প্রতিবন্ধী কোটায় ৬৭ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।  গত ২১ ও ২২ নভেম্বর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় মোট ৪০ হাজার ৭৯ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে www.bsmrstu.edu.bd জানা যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।