জবি তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি রনি, সম্পাদক নুর

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ২০২২-২৩ বর্ষের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে এম রনি ইসলাম ও সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আলম নুর নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৫ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নেজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম রাফিলের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।
রনি ইসলাম এর আগে সংগঠনটির জবি শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক এবং আব্দুল্লাহ আলম নুর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
একই দিনে সংগঠনটির জবি শাখার সেরা লেখক ও সংগঠকদের নাম ঘোষণা করেন সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক। এতে শাখার সেরা লেখক নির্বাচিত হয়েছেন সৈয়দ রিফাত, এম রনি ইসলাম ও ফারিয়া ইয়াসমিন। এছাড়াও শাখার সেরা সংগঠক নির্বাচিত হয়েছেন কবিতা রাণী মৃধা, আতিক মেজবাহ লগ্ন ও আতিয়া ফাইরুজ ঐশী।
এর আগে, গত ২৩ জুলাই সংগঠনটির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ষসেরা শাখা নির্বাচিত হয় জবি। আর কেন্দ্রীয়ভাবে সেরা সংগঠক নির্বাচিত হন একই শাখার সদ্য সাবেক সাধারণ সম্পাদক ইমরান হুসাইন।
‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ সংগঠনটি লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে।
রায়হান আহমেদ/এমপি/এএসএম