কল ধরেন না শাবিপ্রবির প্রক্টর, অভিযোগ শিক্ষার্থীদের

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবির) প্রক্টর ইশরাত ইবনে ইসমাইলের বিরুদ্ধে কল না ধরার অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ক্যাম্পাসে ঘটে যাওয়া বিভিন্ন ইস্যুতে ও জরুরি প্রয়োজনে প্রক্টরকে কল দিলে বেশিরভাগ সময় তিনি কল ধরেন না। এমনকী পরবর্তী সময়ে তিনি কল ব্যাক করার কোনো প্রয়োজনবোধও করেন না বলে অভিযোগ তাদের।
বুধবার (১৭ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীনের কাছে করা এক লিখিত অভিযোগপত্রে এসব কথা বলেন শিক্ষার্থীরা।
অভিযোগপত্রে শিক্ষার্থীদের পক্ষে শাহরিয়ার আবেদীন, উমর ফারুক, নওরীন জামান ও ইমু আনজুমের সই রয়েছে।
অভিযোগপত্রে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ক্যাম্পাসে ঘটে যাওয়া বিভিন্ন ইস্যুতে প্রক্টরকে গত চার মাসে অনেকবার কল দিলেও বেশিরভাগ সময় তিনি কল ধরেননি। বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে প্রক্টরের কাছে গেলে তাকে অফিসে পাওয়া যায় না। বিভিন্ন সময় শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের শিডিউল দেওয়া হয়। তবে যখনই শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করার সময় আসে তখনই তিনি বৈঠক পিছিয়ে নেন। অনেক সময় তিনি উধাও হয়ে যান।
তারা আরও উল্লেখ করেন, প্রক্টর বিশ্ববিদ্যালয়ের একাধিক প্রশাসনিক পদে দায়িত্ব পালন করছেন। প্রক্টরের দায়িত্বের পাশাপাশি অন্যান্য কাজে ব্যস্ত থাকেন তিনি। বিভিন্ন প্রয়োজনীয় কাজের জন্য তাকে যথাসময়ে পাওয়া যায় না। ফরে শিক্ষার্থীরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন।
প্রক্টর নিজ দায়িত্ব ছাড়া অন্য কোনো বৈঠক বা কাজে ব্যস্ত থাকলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ও শৃঙ্খলা বিঘ্নিত হয় বলে মনে করেন শিক্ষার্থীরা। ফলে অন্যান্য কাজের বোঝা কমিয়ে প্রক্টরের দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। সেইসঙ্গে শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনে কল না ধরার কিংবা অফিসে না পাওয়ার জবাবদিহিতা নিশ্চিত করারও দাবি জানান শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন বলেন, ‘শিক্ষার্থীদর পক্ষ থেকে একটি চিঠি পেয়েছি। এটা আমি জেনেছি অফিস থেকে ফেরার পরে।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল বলেন, ‘অভিযোগপত্রের বিষয়ে এখনো আমাকে জানানো হয়নি। আগে অভিযোগটা দেখি। অন্যথায়, আমি কোনো মন্তব্য করতে পারছি না।’
এসআর/এএসএম