রুয়েট কেন্দ্রে প্রথমবর্ষের সমম্বিত ভর্তি কার্যক্রম শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাবি
প্রকাশিত: ০৬:২২ পিএম, ২৮ আগস্ট ২০২২

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সমন্বিত ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (২৮ আগস্ট) সকাল ৯টা থেকে রুয়েট কেন্দ্রে ভর্তি কার্যক্রমের প্রথম পর্যায় শুরু হয়। বিকেল ৩টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলে।

রুয়েটের জনসংযোগ দপ্তরের সেকশন অফিসার আ ফ ম মাহমুদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রুয়েট কেন্দ্রে ভর্তি কার্যক্রমের প্রথম পর্যায়ে ‌‘ক’ গ্রুপে (ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) ১-৩৫০০ মেধাক্রম এবং ‘খ’ গ্রুপে (স্থাপত্য বিভাগ) ১-১২০ মেধাক্রম পর্যন্ত ভর্তিচ্ছুদের ভর্তি কার্যক্রম চলবে।

ভর্তি কার্যক্রম পরিদর্শন করেন রুয়েট উপাচার্য (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন ও লোকাল অ্যাডমিশন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম মন্ডল, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও লোকাল অ্যাডমিশন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. সেলিম হোসেন প্রমুখ।

মনির হোসেন মাহিন/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।